ডিসেম্বর ২৩, ২০২৪

লিবিয়ার ডেরনা উপকূল থেকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পরেও ভেসে আসছে লাশ। উপকূলীয় অংশে মৃতদেহ এবং বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, তিনি উপকূলে তুর্কি উদ্ধারকারী দলকে দেখেছেন। তারা গত পাঁচ দিন ধরে সেখানে কাজ করছে। স্রোতের টানে যেসব মৃতদেহ তীরে এসে ধ্বংসাবশেষে আটকে থাকছে সেগুলো তারা জড়ো করছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা শনিবার সকালে এই এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছেন।

গত সপ্তাহে লিবিয়ার পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঝড়ের আঘাতে ডেরানাতেই ১১ হাজার মানুষ মারা গেছে। এর বাইরে এখনও ২০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...