ডিসেম্বর ২৩, ২০২৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা অর্থ পাঠাচ্ছেন স্বজনদের কাছে। আর ডলারে পাঠালেই দামের সঙ্গে মিলছে ২ দশমিক ৫ শতাংশ করে প্রণোদনা। এরফলে জুনের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য এই সময়ে প্রবাসীরা ৭২ কোটি ৬২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদশে ব্যাংকরে সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ৭দিনে প্রবাসীরা ৭২ কোটি ৬২ লাখ ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১১৭ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৪৯৭ কোটি টাকা।

আলোচ্য এই সময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সরকারের মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আগের মাস মে মাসে ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল। সে মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন দেশে এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী আয় পাঠালে প্রতি ডলারে পেয়েছেন ১১০ টাকা ৫০ পয়সা। মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ‍প্রতি ডলারের দাম ১১৭ টাকা করার পর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে, যার প্রভাব পড়ে জুনের প্রথম সপ্তাহেও।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...