সেপ্টেম্বর ২০, ২০২৪

পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মিজান মাঝির ট্রলারের জালে ৯৬ মণ ইলিশ ধরা পড়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে মাছ পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে এই মাছ ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

মিজান মাঝি জানান, নিজের মালিকানাধীন ‌এফবি ভাই ভাই নামের ট্রলার ও জেলেদের নিয়ে ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সাগরে জাল ফেলার পরও দেখা মিলছিল না মাছের। গতকাল রোববার পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর এক খ্যাওয়ে (এক টানে) ধরা পড়ে ৯৬ মণ ইলিশ।

তিনি আরও জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে অনেক ধারদেনা হয়েছে তার। মাছ বিক্রির টাকায় তিনি পূর্বের ধার দেনা শোধ করবেন।

মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমের সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন মাছ ধরা পড়ছে না। অনেক জেলের সাগরে যাওয়া আসার বাজার খরচও হয় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান নয় আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সব জেলের জালেই ধরা পড়বে প্রচুর পরিমাণে ইলিশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *