জানুয়ারি ২২, ২০২৫

বিয়ে করার আগে এক সাক্ষাতকারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছিলেন, যদি মনের মানুষ খুঁজে পাই তাহলে বিবাহবন্ধনে আবদ্ধ হবো। সেই সময়ে তিনি একাধিক সন্তানের মা হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

রণবীর সিংহের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে অভিনয় থেকে অবসর নিতে চেয়েছিলেন।

এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’

সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির একটি প্রচার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায়। সেখানে কালো আঁটসাঁট ‘বডিকন’ পোশাক পরে আসেন নায়িকা।

সেপ্টেম্বরে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সামাজিক যোগাযোগেরমাধ্যমে গত মার্চ মাসে এমনটি জানান রণবীর।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...