জানুয়ারি ৫, ২০২৫

প্রশ্ন: একজন মানুষ দুইজন অসুস্থ ব্যক্তির পক্ষে রোজা রাখার নিয়ত করতে পারবে, পারলে সেক্ষেত্রে দুইজনের কাছ থেকেই কি ফিদিয়া নিতে পারবে কিনা?

উত্তর: একজনের অনাদায়ী নামাজ কিংবা রোজা আরেকজন আদায় করা যায় না।

আবদুল্লাহ ইবন ওমরকে (রা.) অন্যের পক্ষ থেকে রোজা রাখা কিংবা অন্যের পক্ষ থেকে নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

لاَ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ، وَلاَ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ

কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। (মুআত্তা ইমাম মালেক, পৃষ্ঠা ৯৪)

তাই এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো,

কাজা রোজার জন্য ফিদয়া আদায় করতে পারেন। অর্থাৎ, প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দু’ বেলা খাবার বা তার মূল্য দান করতে পারেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...