সেপ্টেম্বর ১২, ২০২৪

বিজ প্রতিবেদক : সাপ্তাহিক ও ঈদের ছুটিসহ মোট চার দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১২ জুলাই) দেশের উভয় পুঁজিবাজার খুলেছে। এ দিন স্বাভাবিক সময়ের মতোই সকাল ১০ টায় বাজারে লেনদেন শুরু হয়েছে। আর এ লেনদেনর চলবে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

এর আগে গত বৃহস্পতিবার বাজারে সর্বশেষ লেনদেন হয়েছে। এর পরের দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার পালিত হয়েছে ঈদ-উল-আজহা। রোববার ও সোমবার ছিল ঈদের ছুটি। সব মিলিয়ে চারদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।

ঈদের আনন্দ শেষে উজ্জীবিত বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হবেন, বাজারে তাদের অংশগ্রহণ বাড়বে-এমনটি আশা বাজার সংশ্লিষ্টদের।

এদিকে, ঈদের আগের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার বাজারে ছিল সূচকের মিশ্র অবস্থা। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও অপর দুটি সূচক অল্প কমেছিল। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছিল ১৬৬টির, কমেছিল ১৪৪টির আর অপরিবর্তিত ছিল ৬৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকা, যা ছিল আগের দিনের চেয়ে ৪১ কোটি ৭১ লাখ টাকা বেশি।


শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *