ডিসেম্বর ২৬, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেড তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। এছাড়া, সভায় সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

প্রসঙ্গত, গত ২০২২ হিসাব বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছিলো ১০ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...