ডিসেম্বর ১৪, ২০২৪

ডিজিটাল কমার্স খাতের উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) সুযোগ্য নেতৃত্ব নির্বাচনে বর্তমান প্রশাসককে সহযোগিতার জন্য ১৫ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে যারা রয়েছেন- লন্ডন বাজার বিডির সিইও আবদুস সালাম, বিডি এক্সক্লুসিভের সিইও মোহাম্মদ ইসমাইল হুসাইন, ইপাইকার এক্সটেন্সিভ লি.’র চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন, আরটিএস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জীশান কিংশুক হক, টেকসল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন নাহার, বিডিএসপি আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, রিবাস মিডিয়া লি.’র ব্যবস্থাপনা পরিচালক ফাহমিদুল ইসলাম শান্তনু, যান্ত্রিক লি.’র কো-ফাউন্ডার বিপ্লব চন্দ্র বিশ্বাস, ইনফোলেডি সোশ্যাল এন্টারপ্রাইজের সিইও অনন্যা রায়হান, অনলাইন মার্কেটিং সার্ভিসের ফাউন্ডার মো. মাহাদী হাসান, ব্র্যান্ড বুকের সিইও রুহুল করিম, খোলাবাজার ইন্টান্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জিএম ফারুক হোসেন, রিবানার ফাউন্ডার মো. ওয়াহিদুজ্জামান, ইনসেপশন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমরান ও আজিয়ার মালিক শহিদ হুসাইন শামিম।

বুধবার (২০ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ধারা ১৮ এর উপধারা (২) এর (ক) অনুসারে ক্ষমতাপ্রাপ্ত হয়ে নিজ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহয়তা প্রদান করার জন্য ই-ক্যাবের এই ১৫ সদস্যের সমন্বয়ে সহায়ক কমিটি গঠন করা হলো।

এই কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটির সদস্যরা ই-ক্যাবের সদস্য তালিকা হালনাগাদ করতে সহায়তা করবে। নির্বাচনের ১৫দিন আগে এই কমিটি বিলুপ্ত হবে। কমিটির সদস্যরা ই-ক্যাবের আর্থিক সুবিধাদি ও বেতন-ভাতাদি প্রাপ্য হবে না।

এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার গত ১৩ আগস্ট পদত্যাগ করেন। এর কয়েকদিন পর গোটা পরিচালনা পর্ষদই পদত্যাগ করে। ফলে গত ১০ সেপ্টেম্বর এই সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে।

এর মধ্যে আবার গত ৬ নভেম্বর ঢাকার উত্তরা থেকে শমী কায়সারকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়।

২০১৪ সালে মাত্র ৫৩ জন ফাউন্ডিং মেম্বার নিয়ে যাত্রা শুরু করে ই-ক্যাব। গত ৮ নভেম্বর ১০ বছরে পদার্পন করে এই সংগঠনটি। এর বর্তমান সদস্যসংখ্যা প্রায় ২৮০০।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...