ডিসেম্বর ২৫, ২০২৪

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সচিব পদে নিয়োগ পেয়েছে চৌধুরী আহসানুল হক।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রি অর্জনের পাশাপাশি এমবিএ, এলএলবিসহ বেশকিছু ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের স্বনামধন্য বেশ কিছু কোম্পানিতে মানব সম্পদ, প্রসাশন ও কোম্পানি অ্যাফেয়ার্স’র ওপর তার প্রায় ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।

সূত্র মতে, গত ১ সেপ্টেম্বর থেকে চৌধুরী আহসানুল হকের নিয়োগ কার্যকর হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...