পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিংয়ের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেটস (ডিএফআইএম) থেকে ইসলামী শাখা খোলার অনুমতি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিবিএইচ গত ৭ মে ইসলামিক শাখার কারযক্রম চালু করেছে। কোম্পানিটির বিদ্যমান ১৪টি শাখা রয়েছে।
এই ১৪টি শাখা থেকেই গ্রাহকরা ইসলামিক সেবা নিতে পারবে।