পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও পূর্বাচলে এ জমি অবস্থিত। বিদ্যমান বাজার দরে এই জমি বিক্রি করা হবে।
রোববার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।
ইষ্টার্ণ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ইষ্টার্ণ ব্যাংকের প্লটটির আয়তন ৮৫ দশমিক ১৫ কাঠা। অন্যদিকে বসুন্ধরার প্লটটি ৫ কাঠা আয়তনের।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।