জানুয়ারি ১১, ২০২৫

জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীর স্মরণসভায় দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও আহত রয়েছেন ১৪১ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানের সাহেব আল-জামান মসজিদের নিকটে লোকজন মিছিল বের করলে তাতে বোমা হামলা চালানো হয়।

কেরমানের ডেপুটি গভর্নর একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে লোকজনের মরদেহ পড়ে রয়েছে।

বুধবার হাজার হাজার লোক জেনারেল কাসেম সোলাইমানির মাজারের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেখানে আজ সোলাইমানির স্বরণে সভা হওয়ার কথা ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...