জানুয়ারি ৮, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারের উপর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজের সমতায় এনেছিল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। তৃতীয় ম্যাচটি দাঁড়ায় অলিখিত ফাইনাল হয়ে। সেই ম্যাচটিতেই পারল না মাহমুদুল হাসান জয়ের দল। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে সফরকারীরা।

ডাম্বুলায় রোববার টস হেরে ব্যাটিং করতে নেমে ২২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ৩১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা ইমার্জিং দল।

মাত্র ৫৬ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেন পবন রত্নায়েক। ১১টি চার ও ২টি ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল। ৪৭ রান করেন নাভোদ পারানাভিনথানা। সোনাল দিনুশা ১৮ ও চামিন্দু বিক্রমাসিংহে ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিপন মন্ডল। ২ উইকেট জমা হয় রিশাদ হোসেনের ঝুলিতে।

এর আগে ওপেনার পারভেজ হোসেন ইমন ও প্রীতম কুমারের ব্যাটে দারুন শুরু করে বাংলাদেশ। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৭ রান। ৩২ রানে ইমন ফিরলেই যেন ছন্দপতনের শুরু। ৩৫ রানের বেশি করতে পারেননি প্রীতম।

একপ্রান্তে যখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে অন্যপ্রান্তে তখন দেয়াল হয়ে দাঁড়ান শাহাদাত হোসেন। তবে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন তিনি। ৭৫ বলে সর্বোচ্চ ৭৯ রান আসে শাহাদাতের ব্যাট থেকে। এছাড়া জয় ৩৭ রান করে সাজঘরে ফেরেন। ১১ রানে অপরাজিত থাকেন আহমেদ শরীফ। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

লঙ্কাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন চামিন্দু বিক্রমাসিংহে এবং আসিয়ান ড্যানিয়েল।

রঙিন জার্সিতে খেলা শেষ। এবার দুই দলই মুখোমুখি হবে সাদা পোশাকের লড়াইয়ে। ডাম্বুলায় ২৫ অক্টোবর এবং ১ নভেম্বর হবে ম্যাচ দুটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...