ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এপিআই (Active Pharmaceutical Ingredients-API) তথা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে বিনিয়োগ করবে। এর শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) দ্যা ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের মাধ্যমে এই বিনিয়োগ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পর্ষদ বৈঠকে ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার সাবস্ক্রাইব তথা কেনার সিদ্ধান্ত হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি।

একই বৈঠকে, চট্টগ্রাম ও বরিশাল এ নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ ও বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের পরিচালকরা।

রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতিত জমি দুটির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা ও ২ কোটি ৯৮ লাখ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...