ইউক্রেনে দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন। আহতদের মধ্যে ১০ জনই শিশু।
মঙ্গলবার দেশটির ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লাইসাক টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, রাশিয়ার এই হামলায় ২৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং ১০ শিশু আহত হয়েছেন।
তিনি আরও লিখেন, ‘দুটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, একটি পাঁচ তলা, অন্যটি ৯ তলা। আহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।’
হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিওতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ওপরে আগুন জ্বলতে এবং উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশপথ থেকে আহতদের নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো লিখেছেন, ‘জরুরি পরিষেবা এবং বাসিন্দাদের অনেকেই অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ বাসিন্দাদের উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে এমন কারও খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।’
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, ‘আমরা এই হামলার জবাবে রাশিয়ার ক্ষতি করব। ক্রেমলিনে যারা আছে তাদের অবশ্যই শিখতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা শাস্তি মুক্ত থাকতে পারবে না। ‘
উল্লেখ্য,ইউক্রেন যুদ্ধ শুরুর পর ক্রিভি রিহ শহরটি প্রায়ই রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।