ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ১২টার পর।

বৈঠকে ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ারও ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেন তার বিশেষ দূত মাশরুর মওলা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মাশরুর মওলা বলেন, মূলত নির্বাচন সামনে রেখে দুই পক্ষের আলোচনা হয়েছে। ইইউ রাষ্ট্রদূত নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে জানতে চান। এর জবাবে রাষ্ট্রদূতকে বলা হয়, জাপা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

জাতীয় পার্টির পাশাপাশি নির্বাচন বিষয়ে বিএনপিসহ অন্য দলগুলোর মনোভাবের বিষয়েও ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান মাশরুর। রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এ বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...