জানুয়ারি ২২, ২০২৫

রাজধানীর উত্তরা ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় ৩৩ একর জায়গায় স্থাপিত আশিয়ান সিটি আবাসন প্রকল্প বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ওই প্রকল্প নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল নিষ্পত্তি করে গত বছরের ২২শে নভেম্বর রায় দেন আপিল বিভাগ।

রায়ে বলা হয়, আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ৩৩ একর ভূমিতে তাদের প্রকল্পের কার্যক্রম চালানোর অধিকারী। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ এ বছর পৃথক আবেদন করে।

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...