ডিসেম্বর ২৪, ২০২৪

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক সংগঠন হামাসকে উসকানি ও সহযোগিতা করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের তথ্যমন্ত্রী শালোমা কারহি।

কারহি বলেন, আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা এবং আইন বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হচ্ছে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আল জাজিরা কর্তৃপক্ষ বা কাতার সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইসরাইলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কারহি বলেন, এটি এমন একটি সংবাদমাধ্যম যা উসকানি দেয়। এটি এমন একটি নিউজ স্টেশন যারা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সেনাদের ছবি তোলে, যা ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে সরাসরি উসকানি। এটি একটি প্রোপাগান্ডা মাউথপিস।

তিনি আরও বলেন, এটি অযৌক্তিক যে, হামাস মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে প্রচারিত হয়।

আমরা শিগগিরই এ ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলেও জানান তিনি।

তবে আল জাজিরার সাথে ইসরাইলের এ দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে হামাসের সাথে সংঘর্ষ চলাকালে গাজা উপত্যকায় বিমানহামলা চালিয়ে আল জাজিরার ব্যুরো কার্যালয় ও বার্তা সংস্থা এপি’র কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল ইসরাইল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...