জানুয়ারি ২৬, ২০২৫

হঠাৎ করে আলোচনায় আসা দুবাইয়ের ‘কথিত’ ব্যবসায়ী ও পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা চাইলে তাদের প্রয়োজনীয় তথ্য প্রদানের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তবে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাওয়া হয়নি বলেও জানিয়েছেন এই কর্মকর্তা ।

সেহেলি সাবরিন বলেন, ‘আরাভের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের কাছে কোনো সাহায্য চায় বা আমাদের যে দূতাবাস আছে সেখানে সাহায্য চায়, তবে অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে তথ্য প্রদান করে সহায়তা করব।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা চেয়েছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তবে এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তথ্য চাওয়া হলে আমরা তথ্য প্রদান করব।’

আরাভ খানের ভারতীয় পাসপোর্টের বিষয়ে সেহেলি সাবরিন বলেন, ‘ভারতের পাসপোর্টের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কাজেই ভারতের পাসপোর্ট বাতিল করে তাকে দেশে ফেরত আনা হবে কি-না সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে। আমাদের যে দূতাবাস আছে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে এবং আমাদের কাছে যদি তথ্য চাওয়া হয় বা তার সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়, তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারি।’

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আরাভ খান নিয়ে সাংবাদিকদের সঙ্গে গত মঙ্গলবার (২১ মার্চ) কথা বলেছেন।

এই সময়ের মধ্যে আরাভ ইস্যুতে আর কোনো বাড়তি তথ্য পাওয়া গেছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বেশি তথ্য এখন আমার কাছে নেই। আমরা যতদূর জানি আরাভ এখন পর্যন্ত নজরাধীন আছে। এখনও গ্রেফতার করা হয়নি বলে আমরা জানি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...