নভেম্বর ২৫, ২০২৪

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এক চিঠিতে ব্যাংকগুলোকে এই দুইজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলেছে বিএফআইইউ।

এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী ও ইসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ।

এরও আগে রোববার (১১ আগস্ট) সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারে স্ত্রী, মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...