জানুয়ারি ১০, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আরও এক মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া সমুদ্র সৈকত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে তিন দিনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিক উদ্ধার হাওয়া মরদেহের পরিচয় মেলেনি। সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার কুতুবদিয়াপাড়া সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে আরও এক মরদেহ ভেসে আসে। তিন দিনে ৫ মরদেহ উদ্ধার করা হয়। গতদিনের মরদেহগুলো সাগরের দুর্ঘটনায় ট্রলারের জেলেদের।

কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, কুতুবদিয়া পাড়া সৈকতে আরও একজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে গতকাল ইনানী থেকে দুইজনের, এর আগের দিন একজন। মোট তিন দিনে ৫ জনের মরদেহ ভেসে এসেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...