জানুয়ারি ২২, ২০২৫

আইপিএল-২০২২ এর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছিলেন শ্রেয়াস আয়ার। কিন্তু ২০২৩ সালে বাদ পড়েন ইনজুরির কারণে। নিতিশ রানা করেন অধিনায়কত্ব। কিন্তু গৌতম গম্ভীর কেকেআর শিবিরে ফেরার পর আবারও শ্রেয়াসের হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হলো। নতুন মৌসুমে তার নেতৃতেই খেলবে বেগুনি রঙের জার্সিধারীরা।

তবে নিতিশকেও ফেলে দেওয়া হয়নি। শ্রেয়াসের সহকারী করা হয়েছে তাকে।

চলতি বছরের এপ্রিলে পিঠের অস্ত্রোপচার করান শ্রেয়াস। পুরোপুরি সেরে উঠে এশিয়া কাপে খেলেন জাতীয় দলের হয়ে। ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন তিনি। ছিলেন দারুণ ফর্মেও। যদিও তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি।

মেন্টর হয়ে আসা গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফি জেতানো। আর সেটা যে আয়ারের মতো অভিজ্ঞ, পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনকে দিয়েই সম্ভব সেটা ভালোই জানেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...