জানুয়ারি ২২, ২০২৫

একমাত্র ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে ভালোবাসা দিবস কাটালেন শবনম বুবলী। ভারতের আগ্রার তাজমহলে দিনটি উদযাপন করেছেন মা-ছেলে। ভালোবাসা দিবসে ছেলেকে নিয়ে ভালোবাসার নিদর্শনের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। ছবিতে বুবলী নীল রঙের শাড়ি পরেছেন আর বীরও পরেছে নীল রঙের পাঞ্জাবি।

ছবিগুলো প্রকাশ করে বুবলী ফেসবুকে লিখেছেন- ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’

তিনি বলেন, প্রতিটি দিনই ভালোবাসার। তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।

বুবলী বর্তমানে কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’-এ অভিনয় করছেন। রাশেদ রাহার পরিচালনায় এতে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...