জানুয়ারি ২২, ২০২৫

আমন ধান বাজারে আসলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদফতরের সভাকক্ষে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান।

খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এ বছর সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল, সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর চাল কেনা হয়েছিল প্রতি কেজি ৪৪ টাকা, এবার তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা। গত বছর ধান সংগ্রহ করা হয়েছিল ৩০ টাকা কেজি দরে, এবার বাড়িয়ে ৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম। ফলে বলা যায়, বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

তিনি বলেন, খাদ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।

আগামী ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান, সিদ্ধ চাল ও আতপ চাল ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...