ডিসেম্বর ২৩, ২০২৪

নাট্যনির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও পরিচিত। এবার তিনি গোল্ডেন এইজ হোম কেয়ারের বিজ্ঞাপন তৈরি করছেন। এতে আবুল হায়াৎকে অভিনয় করতে দেখা যাবে।

হাসান জাহাঙ্গীরের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’। এ ছাড়াও দুটি ওয়েব সিরিজের কাজও করছেন তিনি।

হাসান জাহাঙ্গীর জানান, চলতি মাসের শেষ সপ্তাহে যাবেন কানাডা। সেখানে কাজ শেষ করে নিউ ইয়র্ক যাবেন। সেখানেই আবুল হায়াৎকে নিয়ে বিজ্ঞাপনের শুটিং করবেন। এরপর দেশে ফিরে নতুন সিনেমা নির্মাণের তারিখ ঘোষণা করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...