জানুয়ারি ২৪, ২০২৫

‘শিকারী’ সিনেমা দিয়ে আগেই কলকাতার দর্শকদের মন জয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান। এরপর কাজ করেছেন সেখানকার বেশ কিছু সিনেমায়। সর্বশেষ তাকে কলকাতার সিনেমায় দেখা গেছে ২০১৮ সালে, ‘নাকাব’ ছবিতে। এরপর আর দেখা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচ বছর পর আবারো কলকাতায় যাচ্ছেন শাকিব। নতুন সিনেমার জন্যই নাকি আগস্টে শহরটিতে পা রাখবেন এ নায়ক। এসকে মুভিজের সঙ্গে আগামী মাসেই মিটিং হওয়ার কথা নায়কের। সব ঠিক থাকলে শীঘ্রই নতুন সিনেমার কাজ শুরু করবেন।

সিনেমাটির জন্য এখনো নায়িকা ঠিক হয়নি। তবে গল্প নিয়ে আলোচনা করার জন্যই কলকাতায় আসছেন তিনি।

এর আগে এসকে মুভিজের প্রযোজনায় ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ সিনেমায় কাজ করেছেন শাকিব খান। এবার কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব? তা নিয়ে প্রশ্ন চারিদিকে।

এবার ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা তুমুল সাড়া ফেলেছে দেশে বিদেশে। যা নিয়ে সিনেমা প্রেমীদের কাছে চারিদিকে হইচই পড়ে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...