জানুয়ারি ২২, ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (জেনারেশন) খন্দকার মোকাম্মেল হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আদানি কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা প্ল্যান্টের বয়লারে পানি সঞ্চালন পাম্পের একটি ভাল্বে বড় ধরনের ফুটো খুঁজে পাওয়ার পর ওই ইউনিটটি বন্ধ করে দিয়েছে। যে কারণে বয়লার ঠাণ্ডা করে মেরামত শুরু করতেই তাদের কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লেগে যাবে।’

এর আগে, ঈদের ছুটির সময় থেকেই প্ল্যান্টের অপর ইউনিটটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে, যা জুলাইয়ের প্রথম সপ্তাহে চালু হতে পারে।

খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, ‘এখন ১৬০০ মেগাওয়াট আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে কম বিদ্যুৎ পাচ্ছি। পায়রা বিদ্যুৎকেন্দ্রর দুটি ইউনিটের মধ্যে একটি রক্ষণাবেক্ষণাধীন। দেশে লোডশেডিং পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এক হাজার মেগাওয়াটের কম।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...