নভেম্বর ১৫, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের সঙ্গে তিন ওয়ানডের শেষ ম্যাচে থাকছেন না অধিনায়ক নামুল হোসেন শান্ত। কুঁচকির চোটে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন শান্ত। ফলে তাকে ছাড়াই আজ সোমবার (১১ নভেম্বর) সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে একটি করে জয় পায় বাংলাদেশ ও আফগানিস্তান। শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিল শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রানের একটা ইনিংস খেলেছেন শান্ত। এছাড়া প্রথম ওয়ানডেতেও ব্যাট হাতে নেতৃত্বে দিয়েছেন শান্ত। সেই ম্যাচে ৬৮ বলে ৪৭ রান আসে শান্তর ব্যাট থেকে।

দ্বিতীয় ম্যাচে খেলাকালীন কুঁচকিতে চোট লাগে শান্তর। গতকাল তার এমআরআই করা হলেও আজ রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পরই দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এদিকে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে মরিয়া বাংলাদেশ। অবশ্য আফগানিস্তানও ছেড়ে কথা বলবে না। দু’দলের অতীত পরিসংখ্যান অবশ্য কিছুটা হলেও আশা জাগাচ্ছে বাংলাদেশকে।

ওয়ানডেতে ১৮ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, হার ৭টিতে। তবে আলোচনাটা যখন দ্বিপক্ষীয় সিরিজের, তখন আবার জয়–পরাজয়ের ব্যবধান এত বেশি নয়। ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি, বাকি ৫টি জয় আফগানিস্তানের। সিরিজ জয় বাংলাদেশের বেশি, তবে সেখানেও ব্যবধান মাত্র ২–১–এর। এই ব্যবধানটা নিশ্চয় এবার বাড়িয়ে নিতে চাইবে নাজমুল শান্ত দল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...