জানুয়ারি ৫, ২০২৫

সুপারশপগুলোর পর আজ থেকে সারাদেশে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে আজ শুক্রবার (১ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

এ সময়ে কোনো সুপারশপ যদি পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে রাজধানীর সুপারশপগুলোয় পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহার শুরু হয়েছে। কিন্তু সেখানে এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত নয় বলে জানা গেছে।

এদিকে, পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হলেও এর উৎপাদন ও বাজারজাতকরণ থেমে নেই। ব্যবসায়ীরা বলছেন, পলিথিন বন্ধের সিদ্ধান্ত হুট করেই চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের নেওয়া কোনো সিদ্ধান্ত প্লাস্টিক সেক্টরকে ক্ষতির মুখে ফেললে এ খাতের ব্যবসায়ীদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আর বিক্রেতারা বলছেন, বিকল্প কিছু না থাকায় সমস্যা তৈরি হচ্ছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এক মতবিনিময় সভায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত জানান বনও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ উদ্যোগকে স্বাগত জানালেও তা বাস্তবায়ন কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, শুরুতেই বাজারে নয়, পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি পাটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে সচেতনতা বাড়ানোর পরামর্শ তাঁদের।

উল্লেখ্য দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। কিন্তু গত দুই দশকের বেশি সময় নজরদারি ও আইনের প্রয়োগ না থাকায় তা ভুলেই গেছেন সাধারণ মানুষ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...