ডিসেম্বর ২৫, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকার শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে জানা গেছে, আগের কার্যদিবসে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৭০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৭.৮৭ শতাংশ, সিমটেক্সের ৬.২০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৩০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.০৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৮৪ শতাংশ, জিকিউ বলপেনের ৪.৩৬ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৯১ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩.৮৫ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...