ডিসেম্বর ২৮, ২০২৪

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগেনি। ভুল করে ফায়ার এলার্ম বেজে ওঠায় বিভ্রান্তির সৃষ্টি হয়। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফায়ার এলার্ম বেজে ওঠে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা জানতে পারে সেখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

ভুল করে কোনোভাবে ফায়ার এলার্ম বেজে উঠেছিলো। আর তাতেই আগুনের আতংক ছড়িয়ে পড়ে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...