জানুয়ারি ২২, ২০২৫

এসডি রুবেল গায়ক থেকে নায়ক হয়েছেন অনেক আগেই। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘এভাবেই ভালোবাসা হয়’। তারকা অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে পর্দায় ফিরছেন সংগীতশিল্পী ও অভিনেতা এসডি রুবেল। যমুনা ব্লকবাস্টার সহ ১৮টি সিনেমা হলে শুভ মুক্তি পাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’।

এর কয়েক বছর পর ‘বৃদ্ধাশ্রম’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন। করোনা মহামারি শুরু হওয়ার অনেক আগেই এর নির্মাণকাজ শেষ হয়। ২০২০ সালে এটি সেন্সর ছাড়পত্র লাভ করে। এখন আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। এসডি রুবেল বলেন, “তিন বছর আগে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার সেন্সর মিললেও করোনার প্রকোপ থাকায় এর মুক্তি একাধিকবার পিছিয়ে যায়। ভেবেছিলাম গত ১২ মে মুক্তি দেব। ওই তারিখে ছিল ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ। অনেক টাকা লগ্নি করেছি। ১ কোটি টাকার একটি প্রজেক্ট ৪০০ কোটি টাকার প্রজেক্টের সঙ্গে ভাসিয়ে দিতে পারি না। এটি আমার পরিচালিত প্রথম সিনেমা। তাই এর প্রতি অন্য রকম এক ভালোবাসা রয়েছে। সব ঠিক থাকলে ২৯ সেপ্টেম্বর ‘বৃদ্ধাশ্রম’ মুক্তি পাবে। আশা করছি, গল্পনির্ভর এ সিনেমা মুক্তির পর দর্শকের ভালোবাসা পাব। সিনেমাটি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটি মেসেজ। পাশাপাশি এতে প্রেম ও সামাজিক বন্ধনও দেখানো হয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...