জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি ইউনিলিভারসিএলের রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে আগামীকাল (বুধবার)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ২৯-২-২০২৪ ইং তারিখে উদ্যোক্ত-পরিচালকের হাতে রয়েছে ৮৫.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠিত বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০.১৩ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ০.১১ শতাংশ শেয়ার এবং বাকি ৪.০৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণবিনিয়োগকারীদে হাতে।

দেখা যায়, কোম্পানিটির গত বছওে দর উঠানামা করেছে ১,৯৩৫.১০ টাকা থেকে ৩,২০৯.০০ টাকা, গতকাল দর ছিল ২০০৫.৮০ টাকা মধ্যে এবং শেষ সমাপনীদর ছিল ২০০৫.৮০ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...