নভেম্বর ১৬, ২০২৪

আইসিবি ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির অংশ গ্রহণে (৩০ এপ্রিল) মঙ্গলবার আইসিবি’র প্রধান কার্যালয়ে “ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আইসিবি ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির উপস্থাপিত চারটি উদ্ভাবনী ধারণার মধ্যে ‘গ্রাহকদের অনলাইনে আয়কর সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান’ ধারনাটিকে ২০২৩-২৪ অর্থবছরের জন্য শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণা হিসেবে নির্বাচিত করা হয়।

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, উপসচিব,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়।

এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...