জানুয়ারি ১১, ২০২৫

যুক্তরাজ্যের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ইন ইংল্যান্ড এবং ওয়েলসের (আইসিএইডব্লিউ) সদস্যপদ লাভ করেছেন শাহ্ আহমাদ হোসাইন এসিএ এফসিসিএ। আইসিএইডব্লিউ ১৮৮০ সালে যুক্তরাজ্যে রয়্যাল চার্টারের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সংস্থা। এর আগে শাহ্ আহমাদ হোসাইন যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) থেকেও ফেলোশিপ অর্জন করেন। তিনি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিতে পরিচালক পদে দায়িত্বরত আছেন। তিনি ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জেরার যৌথ মালিকানাধীন মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রজেক্টের কমপ্লায়েন্স লিড কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শাহ্ আহমাদ হোসাইন ইংল্যান্ড থেকে বিএসসি অনার্স এবং এমবিএ ডিগ্রি লাভ করেন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে অধ্যয়ন ও প্রশিক্ষণ লাভ করেন। তিনি ইংল্যান্ডের একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্মে ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে কর্মজীবন শুরু করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...