সেপ্টেম্বর ১২, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় পেয়েছে। কোম্পানিটির আইপিও’র অব্যবহৃত অর্থ ব্যবহারের সময় ৩১ ডিসেম্বর,২০২৩ সাল পরযন্ত বাড়ানো হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই সম্মতি জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আইপিওর মাধ্যমে উত্তোলিত অব্যবহৃত ১৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার মধ্যে ৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৯ টাকা বিএমআরই প্রকল্পের জন্য ব্যয় করা হবে।

বাকী ১০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা হাইটেক পার্ক উন্নয়ন কাজে এবং বাকী ৫ কোটি টাকা জমি কেনার কাজে ব্যবহার হবে।

নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে এ অর্থ ব্যবহারের সময় ৩১ ডিসেম্বর,২০২৩ সাল পরযন্ত বাড়ানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *