জানুয়ারি ৮, ২০২৫

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নেয়ামতপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার গতানুগতিক প্রক্রিয়া। বিচলিত হওয়ার কিছু নেই। আমেরিকার ভিসা নীতি নিষেধাজ্ঞা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না।

ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা আমেরিকা উল্লেখ করেনি, তারা নিয়মিতভাবেই সবাইকে ভিসা দেয় না। এটা তাদের নিজস্ব ব্যাপার।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক প্রক্রিয়াতে রয়েছে এবং আগামীতে স্বাভাবিক প্রক্রিয়াতে কাজ করবে।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...