আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
আবেদনে বলা হয়েছে, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদা ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।