ডিসেম্বর ২২, ২০২৪

মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওপর আরোপ করা কর সুবিধা বহাল রাখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে নির্ধারণ করা কর আগামী ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এনবিআর থেকে জারি এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি পূর্বের কর হার রাখতে কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস আবেদন করে। সংগঠনটি পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির নিমিত্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করতে অনুরোধ করেছে বলে জানা গেছে। কোম্পানিগুলোর অনুরোধে সাড়া দিয়ে এবারও একই করহার বহাল রাখলো এনবিআর।

আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩ ( ২০২৩ সালের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহ কর্তৃক মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর উদ্ভূত করের হার কমিয়ে ১৫ শতাংশ ধার্য করা হল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর হার অবিলম্বে কার্যকর হবে এবং তা ২০২৬-২৭ করবর্ষ পর্যন্ত বহাল থাকবে।

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের তথ্য মতে, দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা ৬৪টি। ২০১৩ সালের ২৭ নভেম্বর এসআরও এর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১০ বৎসরের জন্য ১৫ শতাংশ নির্ধারণ করা হয়, যার মেয়াদ ২০২৩-২০২৪ করবর্ষে উত্তীর্ণ হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...