সেপ্টেম্বর ২০, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হেড অফিস বর্তমানে ওএমসি লিমিটেডের দখলে। সম্প্রতি ডিএসইর একটি প্রতিনিধি দল কোম্পানিটির ঢাকার হেড অফিস পরিদর্শন করলে এমন চিত্র দেখা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল নর্দার্ণ জুটের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল নর্দার্ণ জুটের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ২১ লাখ ৪২ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে ১৫ দশমিক ০৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার।

এই শেয়ারহোল্ডারদের গত তিন বছর ধরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। নর্দার্ন জুটের শেয়ার দাম মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২১২ টাকা ৮০ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *