ডিসেম্বর ২৩, ২০২৪

মালয়েশিয়ায় এক বাংলাদেশি ব্যাক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ব্যক্তি দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী এক নারীর একটি অন্তর্বাস চুরি করেছেন। সে ঘটনায় দায়ের করা মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর দেশটির আয়ার কেরোহ ম্যাজিস্ট্রেটের আদালত এ রায় দেন।

মামলার সত্যতা, আসামিদের আবেদন ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে হোসেন মো. ইকবালকে (৩২) ম্যাজিস্ট্রেট নুরুল আসিকীন রোজলি এই সাজা দেন।

ইকবাল একটি বিনোদন আউটলেটে ওয়েটার হিসাবে কাজ করেন। এ মামলায় তার কোনো প্রতিনিধি ছিল না বলে জানা গেছে।

জানা যায়, ইকবাল স্থানীয় সময় ৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে মালয়েশিয়ার জালান মের্দেকা এলাকার তামান হিলির কোটা-১-এর একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ রিঙ্গিত মূল্যের একটি অন্তর্বাস চুরি করেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১১৬ টাকা।

ভুক্তভোগী জানান, ঘটনাস্থলে থাকা নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিংয়ে তিনি ইকবালকে চুরি করতে দেখেন। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

এর আগে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ এহসান নাসারউদ্দিন বলেছিলেন, অভিযুক্তকে কারাগারে রাখা উচিত। কারণ তিনি উপদ্রব সৃষ্টি করতে পারেন এবং মুক্ত হলে অপরাধের পুনরাবৃত্তি হতে পারে।

এরপর আদালত আসামিকে গ্রেপ্তারের তারিখ ১২ জুন থেকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

সূত্র : নিউ স্ট্রেইটস টাইমস

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...