ডিসেম্বর ২৩, ২০২৪

গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা অঙ্কুশ হাজরা। সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান অঙ্কুশ।

ডান পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন অঙ্কুশ। তার একটি ছবি দিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘২০২৪ সালটি এভাবে শুরু হলো। ‘মির্জা’ সিনেমার স্টান্ট করার সময়ে গুরুতর আহত হয়েছি। অসহ্য ব্যথা।’

২০২৪ সালে মুক্তি পাবে ‘মির্জা’ সিনেমা। এটি তার এ বছরের প্রথম সিনেমা। অঙ্কুশ হাজরা বলেন, ‘সিনেমাটির জন্য আমি রক্ত ও ঘাম ঝরাব। তবে আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’

মূলত, ৩১ ডিসেম্বর আঘাত পান অঙ্কুশ হাজরা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেতা বলেন, ‘‘কেবল নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পেয়েছি। ছয় বছর পর অ্যাকশন সিনেমা করছি। তাই অভ্যাস নেই, এজন্যই আঘাতটা লেগেছে। এখন তো বাণিজ্যিক অ্যাকশন সিনেমা আর সেভাবে তৈরি হয় না। ‘মির্জা’ সিনেমার শুটিং করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে, কেন তৈরি হয় না।’’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...