ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডে নতুন সহকারী (ডেপুটি) কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার ( ১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানিটিতে নতুন সহকারী কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আল হেলাল মোহাম্মদ মওদুদ আহমেদ  । কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে নিয়োগ দেওয়া হয়।

সহকারী সচিব হিসেবে নিয়োগ পাওয়া আল হেলাল কোম্পানিটির ভারপ্রাপ্ত সচিব হিসেবে শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, অগ্নি সিস্টেমস লিমিটেড ডিএসইতে ২০০৩ সালে তালিকাভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বি ক্যাটাগরি থেকে লেনদেন করছে। চলমান হিসাববছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৯৬ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...