জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শনিবার (২৫ নভেম্বর) গুলশানে রওশনের এরশাদের নিজ বাসায় দেখা করতে যান জিএম কাদের।
আজ রোববার (২৬ নভেম্বর) জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শনিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের গুলশানের বাসায় যান। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাদের মধ্যে আলোচনা হয়। পারিবারিকভাবে এ বৈঠক করেন তারা।
জাপার দুই শীর্ষ নেতার বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ ও রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। জি এম কাদের একাই রওশন এরশাদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হন জি এম কাদের।’