কোরআন শরিফের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের জোট, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- ওআইসি। সেই সঙ্গে ধর্মীয় বিদ্বেষ বন্ধে আন্তর্জাতিক আইনের প্রয়োগও চেয়ে সংস্থাটি।
সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় রোববার জরুরি বৈঠকে বসেছিল ওআইসি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম বলেন, পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকা ইসলামভীতি ও ধর্মীয় ঘৃণা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ওআইসি'র দাবি, কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমা সব দেশকে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। সংস্থাটি বলেছে, ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত। নাহলে আগামী বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
সংস্থাটির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, আন্তর্জাতিক আইনের জরুরি প্রয়োগের বিষয়ে আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুস্মারক পাঠাতে হবে। এতে স্পষ্টভাবে ধর্মীয় বিদ্বেষের কোনও সমর্থনকে নিষিদ্ধ করার কথা বলা থাকবে।
মহাসচিব বলেন, দুর্ভাগ্যবশত, শুভ উপলক্ষের প্রথম দিনে, যখন সারা বিশ্বের সব মুসলমান ঈদ উদযাপন করছিলেন, তখন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি অনুলিপি অপমান করার একটি ঘৃণ্য কাজ করা হয়েছিল।
তিনি একটি সুস্পষ্ট বার্তা পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, পবিত্র কোরআনের অনুলিপিগুলোর অপমান এবং আমাদের সম্মানিত নবী মুহাম্মদকে অপমান করার কাজগুলোকে নিছক সাধারণ ইসলামোফোবিয়ার ঘটনা নয়।