পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।
মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। পরে পুলিশ জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। বুধবার পুলিশ লাইনসে তৈরি করা অস্থায়ী আদালতে তোষাখানা মামলায় অভিযুক্ত করেছে আদালত। একই দিন আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিও করেন আদালত।
আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে ইমরান খানের আইনজীবী খাজা হারিস এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি এনএবির আওতার মধ্যে পড়ে না। এছাড়া এনএবি এখনও মামলার প্রতিবেদন প্রকাশ করেনি।