তারল্যের ঘাটতিতে থাকা দুর্বল তিন ব্যাংককে আরও ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল চার ব্যাংক। নীতিগত কারণে সহায়তা গ্রহণকারী ব্যাংকের নাম প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। তবে তারল্য সহায়তা দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।
হুসনে আরা শিখা বলেন, সহায়তার পাশাপাশি ঋণ আদায়ে ব্যাংকগুলোর নিজস্ব কৌশল থাকা উচিত। কারণ, গ্যারান্টি সহায়তা দিয়ে যেকোনো ব্যাংকের ঘুরে দাঁড়ানো কঠিন। যদিও কিছু ব্যাংক ঋণ আদায়ে খুব ভালো করছে। তাদের মতো অন্যদেরও উদ্যোগী হতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় সব ঠিক হবে, এমন আশা করা ঠিক নয়।
এর আগে তারল্যের ঘাটতি মেটাতে দুর্বল সাত ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ১০ ব্যাংক। ওই সময় এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। ওই সময় ইসলামী ব্যাংক পেয়েছিল ২ হাজার ৯৫ কোটি টাকা।