সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই সেমিফাইনাল খেলেছিল ভারত। এরপর দলের ব্যর্থতায় ক্রিকেটের এই ছোটো সংস্করণ থেকে বিরতি নেন রোহিত ও বিরাট কোহলি। এরপর থেকেই ছোটো সংস্করণটির দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতের সাবেক বোর্ড প্রেসিডেন্ট ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চান ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের নেতৃত্বে থাকুক রোহিত।
ভারতের হয়ে নিজের দায়িত্বটা বেশ ভালোই সামলেছেন রোহিত। যদিও এশিয়া কাপ ছাড়া দলকে বড় কোনো ট্রফি এনে দিতে পারেন নি। তবে তার অধীনেই দলটি এবার বিশ্বকাপে দুর্দান্ত পারফোর্ম্যান্স করেছে। যেখানে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল খেলে দলটি। তবে শুধুমাত্র দল হিসেবে নয় আসর জুড়ে রোহিত ছিলেন ব্যাট হাতেও দুর্দান্ত।
বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই ভারতীয় অধিনায়ক দলকে দারুণ সূচনা এনে দিয়েছেন। যেখানে ১১ ম্যাচে ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান করেছেন তিনি। তবে বিশ্বকাপের মত বড় আসরে নেতৃত্বের চাপ নিয়ে রোহিত যেটা করেছেন সেটাতেই বেশ মুগ্ধ হয়েছেন গাঙ্গুলি।
প্রিন্স অব কলকাতা গাঙ্গুলি বলেন, ‘রোহিত যখন সকল ফর্ম্যাটে খেলা শুরু করবে, তখন তার উচিত (তিন সংস্করণেই) অধিনায়কত্ব করা। কারণ বিশ্বকাপে সে দারুণ করেছে। আপনি দেখুন বিশ্বকাপে তারা (রোহিত,কোহলি) কতটা ভালো খেলেছে। তারা ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ।’
এদিকে বিশ্বকাপের মাত্র তিনদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। যেখানে নেই দলের দুই তারকা ব্যাটার। এমনকি চলতি মাসে ক্যারিবিয়ান সফরেও রঙিন পোশাকের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তাদের।
গাঙ্গুলি আরো বলেন, ‘বিশ্বকাপ ও দ্বিপাক্ষিক সিরিজ ভিন্ন ব্যাপার, কারণ এখানে চাপটাও ভিন্ন। এই বিশ্বকাপে তারা দুজন অসাধারণ ছিলো। আশাকরি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৬-৭ মাস পর তারা আবারো নিজেদের সেরাটা দিবে। সে (রোহিত) একজন নেতা। আমার আশা ও অনুমান এটাই যে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সে অধিনায়ক হিসেবে থাকবে।’
এ সময় রোহিত, কোহলিদের বিরতি নেয়ায় খুশি হয়েছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘এটা ঠিক করেছে যে তারা বিরতি নিয়েছে। কারণ তারা সব সময় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে। আমার তো চিন্তা করতেই অবাক লাগে যে, আপনি ১৯ তারিখে বিশ্বকাপের ফাইনাল খেলার মাত্র তিন দিন পরই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছেন।’