সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদয়ে এবং স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে তাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে সবসময় পাশে রয়েছে।
সোমবার মোহাম্মদ বিন সালমান এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক ফোনালাপে গাজা ও এর আশেপাশের এলাকায় সামরিক সংঘাত, বেসামরিক মানুষের জীবন ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। খবর আরব নিউজের।
ফোনে মাহমুদ আব্বাসকে সালমান বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য যথোপযুক্ত জীবনযাপনের বৈধ অধিকার অর্জন, তাদের আশা-আকাঙ্ক্ষার অর্জন ও ন্যায়সংগত, স্থায়ী শান্তি অর্জনের জন্য সৌদি আরব তাদের পাশে থাকবে।
সালমান আরও জানান, সৌদি আরব সমস্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক পক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে, চলমান উত্তেজনা বন্ধ করতে এবং এই অঞ্চলে এর বিস্তৃতি রোধ করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা না চালাতে আহবান জানিয়েছেন।
জবাবে আব্বাস ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত দাবির পক্ষে দাঁড়ানোর জন্য সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।