এপ্রিল ১৯, ২০২৪

ডিএসই’র এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য আল মদিনা ফার্মাসিউটিক্যালস’র শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা (Pro-rata) ভিত্তিতে শেয়ার বরাদ্দ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ মে) শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিঃ এর চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, পরিচালক মোঃ কামরুল আলম, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিঃ এর এসইভিপি ও সিওও খন্দকার রায়হান আলী, এফসিএ সহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ৫ কোটি টাকার বিপরীতে ২৪৯ কোটি ৮২ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৯.৯৬ গুন বেশি। প্রতি ২,০০,০০০ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীগন ৪০০ টি শেয়ার বরাদ্ধ পায়। উল্লেখ্য যে, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিঃ এর সাবসক্রিপশন পিরিয়ড ছিল ৭-১১ মে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *